কয়েক মিনিট পূর্বে এক ডাকপিয়ন এসে আমার হাতে একটি সদ্য লেখা পত্র ধরিয়ে দিলে বললো-
এটা আপনার ঠিকানায় এসেছে!
আমি ভীষণ অবাক হয়ে জলকাতর হরিণের মতো পত্র খানা খুলতে লাগলাম,
যেন মনে হচ্ছিল বহুকাল পর আমার খুব চেনা কেউ তার  ভালোবাসার কথা আমাকে জানাতে এই পত্র পাঠিয়েছে।
কিন্তু কে জানতো এই পত্রটি পড়ে
আমি নিজেকে আর সংযত রাখতে পারবো না
কে জানতো পত্র খানাটি পেয়ে আমার মাথার উপর আস্ত আকাশ ভেঙে পড়বে!
জানো কি লেখা ছিল পত্রে?  
আমার  চিরায়িত অনুমানকে সত্য করে এই চিঠি এসেছে আমার সেই তুমির হাত ধরে!
তবে সেখানে কোন গোলাপের বাহার নেই
বরং শ্রাবণের বৃষ্টি ধারায় না ভিজে কালবৈশাখীর ঝড়ে বিলীন হওয়ার কাহিনি লিপিবদ্ধ হয়েছে।  
আমার সেই তুমি আজ নাকি এই পৃথিবীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, নাট্যশালা ত্যাগের অপেক্ষায়।  সে নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারছে না আমাকে একটিবার দেখবার জন্যে!
সেই তুমিকে নিয়ে আমার হাজারো স্বপ্ন ছিল
ছিল কতো বাসনা!কিন্তু কোন এক ঝড়ে  সে হারিয়ে যায় বহুদূরে ভীষণ দূরে.....!
কিন্তু আজ এই চিঠি আমাকে কি জানান দিতে চাচ্ছে আমি বুঝতে পারছি না!
তবে কি সেই তুমি আমাকে আজো এতো ভালোবাসো!
তবে কি তুমি তোমার জীবনটাকে কণ্টকাকীর্ণ করে আমার জন্যে দুমড়েমুচড়ে সারাটি জীবন  কেঁদেছো!
আর আমি ভেবেছিলাম তুমি না জানি কতো সুখে পুরো জীবনটাকে উপভোগ করছো!      
জানো এই চিঠিখানা পেয়ে আমি
বসে থাকতে পারছি না, পারছি না নিজেকে সান্ত্বনা দিতে!
তবে একটু অপেক্ষা কর আমি আসছি  
শুধু তোমাকে একটিবার দেখার জন্যে, শুধুই তোমাকে দেখবার জন্যে!!