সকালে ওঠে আমি চাঁদ দেখি না
রজনীতে সুবাস ছড়ায় হাসনা হেনা,
ভোরের আলোক রশ্মি যেই দিলো উকি
কাক, কোকিল, শালিক, দোয়েল উঠিলো ডাকি।


আম, জাম, কাঠাল, লিচু খেতে ভারী মজা
কাঠাল মোদের জাতীয় ফল, আম ফলের রাজা।


শাপলা, গোলাপ, জবা, বেলী দেখতে সুন্দর ফুল
ভালোবাসার লাল গোলাপ, শাপলা জাতীয় ফুল।


ইলিশ, বোয়াল , রুই , কাতলা ভারী মজার মাছ
ভাতে-মাছে বাঙ্গালী মোরা,অভাব নেইকো আজ।


পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী বহমান
কপোতাক্ষ- ব্রহ্মপুত্র দু’টি নদের নাম।


চন্দ্র , সূর্য, গ্রহ, তারা, বিশ্বজগতজুড়ে
জীব-জন্তু, পশু-পাখি সুখী আপন নীড়ে ।


পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ , ডান-বাম চিনবো  আগে
শিশু,কিশোর, যুবক, বৃদ্ধ  সব বয়সেই লাগে।


মিথ্যা ছেড়ে, সত্য ধরে, ঝাপিয়ে পড়ে কাজের ভিড়ে
গুরুজনে শ্রদ্ধাভরে, অসহায়ে সহায় হয়ে,
জীবনটাকে গড়ি মোরা সঠিক পথ ধরে।


কাজটা হোক ছন্দময়, শিক্ষাটা হোক আনন্দময়
জীবনটা হোক গতিময়, সাফল্য আসুক বিশ্বময়।


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>