প্রথা অনুযায়ী শিক্ষা
স্কুল কলেজে হয়,
হাতে কলমে ও শিক্ষা
বড় বড় ডিগ্রী নয়!!
জ্ঞান অর্জন পরিকল্পনায় হলে
প্রয়োগে হয় বিজ্ঞতা,
স্ব-স্ব স্থানে করলে নিরিখ
বাড়বে অনেক অভিজ্ঞতা!!
বিজ্ঞতাই সাফল্যের
নিশ্চিত চাবিকাঠি,
জ্ঞান ছাড়া অভিজ্ঞতা
অসার ধূলো মাটি!!
ব্যাপক ভাবে শিক্ষাটাকে
বইয়ের শিক্ষা বলে,
সঠিক শিক্ষার অভাব হলে
জ্ঞান যায় রসাতলে!!
প্রকৃত শিক্ষায় যদি
শিক্ষিত না হয়,
মাঝ নদীতে ডুববে তরী
হবেনা তোমার জয়!!