হয়তো তুমি মেঘ হবে,
হয়তো গাংচিল হয়ে উড়ে বেড়াবে মেঘের দেশে,
হয়তো পানকৌড়ি, হয়তো সাদা বক হয়ে
জলকেলিতে মাতিয়া থাকা রাজহংস হবে।
হয়তো বাদাম তোলা নৌকার মাঝি হবে,
হয়তো বজরা নৌকায় বসে মাঝির
ভাটিয়ালি গানের আবেগ হবে।


হয়তো তুমি চাঁদ হবে,
হয়তো চাঁদনি রাতে পুথি-পাঠের আসর হবে,
হয়তো বিরহ কবিতা, হয়তো আর্তনাদ হয়ে
হৃদয়ের গহিনে জমে থাকা রক্তকনা হবে।
হয়তো সমুন্নত কষ্টের পাহাড় হবে,
হয়তো ক্লান্ত রাখালিয়া বালকের
নিদারুণ নিষ্ঠুর বাশীর সুর হবে।


হয়তো তুমি প্রজাপতি হবে,
হয়তো পল্লীবধূর আবেগ বিছানো জায়নামাজ হবে,
হয়তো নয়নের জল, হয়তো ডাগর চোখের কাজল হয়ে
তুলির আলতো স্পর্শে রামধনু হবে।
হয়তো আসমানী কোন হুর হবে,
হয়তো রাতজাগা রমনীর
সোনালী স্বপ্নের কোন এক ভোর হবে।