ঐ মেঘ, দূর আকাশের সীমানা
তুমি বালিকা এক কচি লতা,
আমার বিশ্বাস, আমার কামনা
কোকড়া চুলে মনের গোপন কথা।


মিষ্টি মেয়ের আবছা আবছা দৃষ্টি
কোন এক গহিন বনের পথ,
তোমাতে আমার বিরহ ব্যথা
যেন উল্টো চলা রথ।


তুমি কাব্য কবিতার অপলক চাহনি
তুমি কাংগালের ধন ধরনী,
বৃষ্টিস্নাত সন্ধ্যা ও রজনী
তুমি প্রথম স্পর্শের আলতো কাপনী।


রাজ্য জয়ী বীরের উপরে বীর
এক পলকে এক দৃষ্টিতে স্থির।
মমতা মেশানো একটু খানি হাসি
তুমি যেমন, তেমনি ভালোবাসি।


কত বসন্ত, কত রজনী
একাকী করিলাম পার।
কত দিন-রাত, সুজন বাদিয়ার ঘাট
দেখা না পাই তার।


পাইলে তাহারে, কহিয়ো আমারে
কোথায় বসত ঘর।
কেমন করে থাকে একেলা
আমারে করিয়া পর।


কি কারনে আসি, পড়াইয়া ফাসি
দূর থেকে শুধু টান।
টানিয়া লইবার যদি স্বাদ জাগে
মনে ভালোবাসা আগে আন।