আমার যে আর সয়না কপালে
একদিন বাহিরে যাব নিশ্চয়,
দীর্ঘ দিনের এই অন্ধকার বাস
মনে মরণ বেধির প্রশ্রয়।


বাহিরে নাকি সূর্য উঠে
আমার ঘরে কেন অন্ধকার?
বেচে থেকেও আমি মরি ধুকে ধুকে
ঘরটায় আমার পরপার।


কত বিচিত্র ঘুড়ি আকাশে
বাহারি কত সব রঙ্গিন ফুল,
মুখেতে রেখেছি কত হাসাহাসি
ভিতরে করুণ কান্নার রোল।


থমকে দাড়ায়না পৃথিবী চলে
আপনরা সব হচ্ছে পর,
আমার সত্ত্বায় ভাইরাস ধরেছে
ঘুন পোকায় খায় আমার ঘর।


আমিতো করেছি তোমাদের জন্য
এপার ওপার সব একাকার,
এতো আলোয় চোখ ধরে যায়
তবু আমার কপালে অন্ধকার।


শেষ বেলাতে এসে বুঝলাম আমি
দুনিয়ার সবাই তাঁবেদার,
মরন কালে স্মরণ হলো
সহায়-সম্বল নেই আমার।