তোর ছায়ায় ঘেরা আকাশ বলে,
একরাশ কালো মেঘেও বুক কাঁপেনা।
বিদ্যুতের অকপট ঝলকানিও,
মাঝের টানা দূরত্ব মাপেনা।


তবু রাত-জাগা পাখিটা-
একদিন খালিগলায় গান বেঁধেছিল।
মনের চরম শান্তিতেও-
নির্মল আনন্দে সারারাত কেঁদেছিল।
নিশ্চুপ বাতাসের জন্য;
সুর মাখা পথে হাঁটবে বলে।


তোর উষ্ণতা ছোঁয়ার খামখেয়ালে-
পুড়িয়েছি ঠোঁট-
আজও একাকী বিছানায়;
স্মৃতি গুলো শুয়ে ঘুমোয় নিশচিন্তে।
সেখান থেকে আগুন চুরি করার;
সাহস আমার নেই,
হয়তো বা ইচ্ছেও-
তবু তোকে খুঁজে বেড়ানো পাগলপ্রায় এ গলি গুলো;
যেদিন তোকে ছোঁবে কালান্তরে-
সেদিনের সেই ‘প্রাপ্তি’টা প্রান ভরে চুমুক দেব ব’লে,
রাতে ঘুমের মধ্যে আছি জেগে।
মনের সে বিশ্বাসকে আগলে ধ’রে;
জানি তুই আসবিই……