(অসুস্থতা বা কোন রকম বাহ্যিক পরাধীনতা মানুষের মনের ব্যাপ্তিকে করে সংকীর্ন।তবু আমাদের মনের জীবনীশক্তিকে সর্বদা বাঁচিয়ে রাখাই আমাদের কাম্য।)


অলস মনে বৃষ্টি-দুপুর;
সময়টা যেন, সঙ্গ ছেড়েছে।
ভিতরে একটা ভ্যাপসা গরম-
ঘাম ঘাম ভাব,
তবু সে আছে;
থাকাটা কি খুব অস্বাভাবিক?


মন-কার্নিশের গা বেয়ে জল টপছে।
টুপটুপ টুপটাপ-
একটা শব্দ তৈরীর আকাক্ষায়,
আত্মপ্রকাশের অভিপ্রায়ে,
তবু জানি সে আছে;
সেটাই হয়তো স্বাভাবিক।


চোখের তলায় কালো কালো ছাপ-
একরাশ চিন্তারা হয়েছে জড়ো।
ভিন্ন রূপে সেজেছে তারা ভিন্ন রকম সাজ;
কোনোটা অদৃশ্য….কোনোটা আবার দৃশ্যমান।
গৃহবন্দি পাখা-ঝাপটানো একটা পাখি;
আজ সে পালকের আড়ষ্টতা ছেড়ে,
শূন্যে পৌঁছতে রাজি।
একাকীত্বের শূন্যতা ঘোচাবে বলে।
তাই দৃঢ় আমি….জানি সেইটাই স্বাভাবিক।