তোমার ওই দুটি চোখ যেন ঘন-সুনীবির কুয়াষাশীতল অন্ধকার হতে আরো দূরে__ পরপারে, মেঘের ওপারে, দেবতার অলোকার ঐশ্বর্জ খোচিত অলোংকার।


অথবা আমি সঠিক সংঙ্গা জানিনা তোমার।


আলোড়িত চাঁদের পাহাড় : উজ্জল প্রদীপ সে তো
জোছনায় মৃদুহাস্যউজ্জল ঝলকের মতো মেক-আপ বিহিন ওই কপল তোমার।


মুখের মাধুর্যে তুমি উর্বশী সুন্দরী।


অথবা আমি সঠিক সংঙ্গা জানিনা তোমার।


শুধু এই জানি,
আমি এই রুপ খুঁজতে ছুটেছি কত যুগ-যুগান্তর ধরে, কত পথে, কত রাজ্যে....
মনে হয় এ হৃদয় মধ্যযুগের কোন সর্ণান্বেষীর চোখ নিয়ে জন্মেছিল বহু  বার, এই ক্ষণে সমাপ্ত হল সন্ধান তার।


মনুষ্য রুপে এই বার মনে হয় জন্ম সার্থক হল


এই বার তোমারে পেয়েছি অনুভবে


তব রুপ করপুটে ধরে রাখা যাবেনা জেনে
বিলিয়ে শান্তি জনে-জনে


তোমারে পেয়েছি নিরজনে অন্তরে মনে মনে।