আমার নিঃশ্বাসে বিষ আছে জেনেও
পৃথিবীর পবিত্রতম বায়ু__
এই অভিশপ্ত পরমাত্মার সংস্পর্শ নিয়ে
মুক্তি নিতে চায়।
ওই সমীর কী  সুখ পায়, তাঁর পরিত্রতা
সবটুকু আমারে দাণ করে নগ্ন হয়ে ঘুরে-
ঘুরে বায়ুমণ্ডল বিষাক্ত বানায়!
যেমন পৃথিবীর পবিত্রতম জল
মাটির অতল হতে নলকূপে বসে থাকে
আমার অপেক্ষায় : আমার দেহের পাপ
ধুূয়ে দিবে বলে।
ওদের কোন দ্বিধা নেই আপনি অপবিত্র হলে।
তবুও আমি বলি আমার প্রশ্বাসের বিষের কথা
এই বর্জ্যের দুর্গন্ধময়তা আমার অন্তরে।
আমি হীন করি তারে,
যে আমারে উচুতে তুলে ধরে
আমি ধোকাদি আমার প্রিয়োজনেরে!
বিপনিতে বিদেশী পণ্য, সমাহার
অথচ লেখা, 'দেশপ্রেম অঙ্গিকার!'
খোজা  বলদের ঘাড়ে জোয়ালের ক্ষততে
মাছির ডিম বংশবিস্তার করে
নিস্যন্দিত গাভীটি তারে ডাকে!
ফুলের সৌন্দর্যে অবগত আছি,
গোলাপ, ক্যমেলিয়া, রক্তজবা,
দুপুরচন্ডি, অপরাজিতা, কসমস
আরও কত জমকালো সুন্দর__
ফুল আপনার জন্য ফোটে।
অথচ আমি ছিঁড়বো
এবং প্রয়োজন ফুরোলে ধূলতে ছুঁড়ে
ফেলবো__জেনেও ফুটেছে!
সৌন্দর্যের লোভ দেখাতে?
আমার অনুভুতিতে ঘ্রাণের
অদ্ভুত এক নেশা জাগিয়ে__
ফুল গুলো ফুটে-ফুটে হয়ে যায় পণ্য!
আমি মানুষ বলেই নাকি?
আমার ব্যথিত বুকে : বিষক্ত বাতাস,
দূষিত জল, খোজা বলদ
আর নষ্ট ফুলের কষ্ট।