আমি নিজেরে পবিত্র করে রেখেছিলাম তাই
তুমি আসবে বলে...


কিন্তু তুমি আসো নাই।


বৃথা শ্যাম্পু মেখেছিলাম চুলে,
বৃথাই খোপা বেঁধেছিলাম শুভ্র বেলি ফুলে,
বৃথাই আমি বাগানবিলাস এনে, সাঁজিয়ে ছিলাম ঘরে; কোনে কোনে।


তুমি আসবে জেনে, মেক-আপে আমি ঢেকেছিলাম মুখ


কাজল দিয়েছিলাম নীল চোখে।


বকুল ফুলের গন্ধ গায়ে মেখে, সুগন্ধ ছড়িয়ে ছিলাম দিকে-দিকে।


পার্ফিউমে তোমার এলার্জি আছে বলে,
সেবার আমায় দুঃখ  দিয়েছিলে;


এবার তাই সাজিয়েছিলাম ঘর,
রজনিগন্ধা, গন্ধরাজ আর হাসনাহেনা ফুলে।


কিন্তু তুমি আসো নাই।


তুমি অন্য কোথাও চলে গেলে!


এখন আমার কেমন জানি লাগে
বুঝিনাতো কী সে ব্যথা জাগে!


এরূপ আমি আয়নার কাছে গেলে
লজ্জা লাগে নিজের কেবলি।
এখন আমি কেমন করে বলো
সমস্ত এই সাজ-সজ্জা খুলে ফেলি...