তুমি যখন ছেড়ে দিলে হাত
আধারে ডুবে গেল আমার
ভবিষ্যৎ!
বুকে যখন জড়িয়ে ছিলে আমায়  
জীবন ছিল দুর্বিস্বহ
যন্ত্রণায়!
বিষ বেদনা সহ করে
যে-কটা দিন হেসেছি,
সে-কটা দিন তোমারে সন্তুষ্ট করে এসেছি।


জানি জানি অভিমানী
আমার দুঃখ অভীশাপ।


তোমার বক্ষ নিরুত্তাপ!


যত বাঁধন খুলে ফেলি
তত জড়াই,
অনলে যত জল ঢালি,
যত দহন কমে
তত জ্বলি।
যত তাল হারিয়ে ফেলি
তত নৃত্য বেগবান হয়
কথাকলি।


জানি জানি আমি তোমার  ইচ্ছাধীন।


ব্যথা দিয়ে সোহাগ তোমার
ক্ষত যা হোক থাকবে আমার,
তোমার কোনো ক্ষতি নেই
আমার মনে ভীতি এই।
তোমার খুশি,
হাত ছেড়ে দাও
তোমার খুশি,
বুকে তুলে নাও
আমার খুশি বলে কিছু
খুশি নেই।


আমার কেবল আধীনতা যন্ত্রণা
লড়াই করে হারাতে কু-মন্ত্রনা।
চির-দিবস চির-নিশী
প্রাণে বাজে বিষের বাঁশি-
আমার জনম, আমারা মরন,
তোমার খুশি।


আমি যা পারি শুধু তোমায় ভালোবাসি।