এই পৃথিবী সবলের অভয়ারণ্য
দূর্বলরে আঘাত করবে সবাই
এই-ই নিয়তি;
এই পৃথিবীর বনে, প্রতিটি হিংস্রো প্রাণে
নেশা জাগে নিরিহো রক্তের ঘ্রাণে___
এই-ই সত্য এখানে;
কল্পারম্ভ হতে ভয়াবহ কালরাতে অসংখ্য নিরিহো প্রাণ হত্যা করে লোভি হায়না রাজা হবে
তবুও ইতিহাসে চিরকালীন পৈচাশিক বীরত্বগাঁথা লেখা রবে : কল্পান্ত অবধি সৃজনের মহাস্রোতে, নিখিল রূপান্তরে শুধু-মাত্র সার্থকতার সমালোচনা হবে;
অসহায় মৃতের রক্ত ঐতিহাসিকের কলমের কালি,
যোদ্ধার শোণিতধারায় ধোয়া সিংহাসনের ধূলা-বালি;
ক্ষমতার শরীরে কেবলি নিরিহো রক্তের অভিশাপ : মৃত ইঁদুরের গলিত মুণ্ডু পঁচা নাড়ি-ভুড়ি দূর্গন্ধ গিয়ে লাগে___
ক্ষমতার  চাদরে মোরানো মানুষের মনে তাই হিংস্রো হায়নারা জাগে।