ভালোবাসা এঁকে দেবো ঠোঁটে
যত্নে যেহেতু ফুল ফোটে
তুমি কি যাবে মোর সাথে
অলিরা যেখানে মধু লোটে
জোছনা ভরা চাঁদের রাতে
সেখানে ঘাসে বিছানা পাতে


ভালোবাসা নেয় যদি লুটে
দুজনে-ই যাব লুট হয়ে
ফাগুনের আগুন নিয়ে বুকে
ফুল গুলো লাল হয়ে ফোটে


গোলাপ ফুটুক আজ চাঁদে
তব লতানো মেহেদি-রাঙা হাতে


তুমি কি যাবে মোর সাথে?


ভালোবাসা নেয় যদি ডেকে
হেঁটে যাবো আগুনের পথে
জ্বলে-পুড়ে ছাই হয়ে গেলেও
হাসি লেগে রবে বাঁকা-ঠোঁটে


যত্নে যেহেতু ফুল ফোটে
ভালোবাসা এঁকে দেবো ঠোঁটে