ও মেয়ে,  তোমার সাথে অনেক কথা
বলার ছিলো আমার।
একটু তোমার সময় হবে কি,
দেখা দিতে আবার!


ও মেয়ে,  খোঁপার চুলে গোঁজে এসো,
রাঙা কয়েক গোলাপ।
কাজল কালো চোখের ভীড়ে,
আঁকিয়ে এসো আলাপ।


ও মেয়ে,  নীল শাড়িতে সেজে এসো,
সমুদ্র তটে একবার।
তোমার আলতা পায়ের পদচিহ্নে,
প্রেমে পড়বো বারবার।


ও মেয়ে, তোমার আঁচল উড়াবে ঢেউয়ের সাথে,
মুখ লুকোতে আমার।
হারিয়ে যেন না যাই আমি,
হয়ে থাকি যেন তোমার।


ও মেয়ে, আবছা আলোয় রাঙা প্রভায়
তোমায় দেখতে আমি চাই।
খোঁপা চুলের বাঁধন খোলে,
গভীর সান্নিধ্য পেতে চাই।


ও মেয়ে, ভালোবাসা চাইনা আমি
তোমায় আমি চাই।
গোলাপ পাপড়ি ঠোঁটের হাসিতে,
বেঁচে থাকতে চাই।


ও মেয়ে, তোমার পুরোটাই আমার করে
আমার পুরোটাই তোমার।
এ কি ভালোবাসা নাকি ভালোর বাসা
তা জানার দরকার নাই আমার।


ও মেয়ে, শেষ একটিবার এসেই দেখো
কতোটা মিস করি তোমায়।
ভালোবাসা কিনা তা তো জানি না,
শুধু পেতে চাই যে তোমায়!