আমি আবার নিজেকে জন্মাতে চাই,
নতুনভাবে নতুন কোন মন্ত্রে।
নিজেকে পুরোপুরি নিজের করতে চাই,
স্বকীয়তাকে ধারন করে তন্ত্রে।


আমি আর কারও হবোনা,
কারও অধিকারে আর জড়াবোনা।
ভালোবাসা, মিছে স্বপ্নে-
আর আমি গা ভাসাবোনা।


নিজেকে নিজের অধিকারে-
কুক্ষিগত করে রাখবো।
স্বাধীনতার স্বাধীন সত্তাকে,
দেহজুড়ে আগলে রাখবো।


সুখ সে তো নিজের কাছেই,
স্বভাব-ধর্মের মতো।
অনুভূতির গভীর জলে-
নামতে পারে যত।


আমার সুখ আমার কাছেই,
থাকনা যত্নে শত।
নিজের মতোই সুখী হবো,
দাম হোকনা তারই যত।


কারও দেখায় পথ না চলে,
নিজের মতোই চলবো।
খেয়াল, খুশি, ইচ্ছেমত-
নিজের জীবন গড়বো।