ভরেনা মন দেখে দু'নয়ন
হারিয়ে বিভোর আমি তোমাতে
অপলক অপরুপা সৃষ্টি তুমি
ভূল হলে ভূলে যেও ক্ষমাতে।


নিশিরাতে চাঁদের আলোয়
চল যখন একাকী
ভাবি আমি তোমায় দেখে
একটুও ভয় পাওনা নাকি
পেছনে  তোমার চলি যখন
অনুভব করি ক্ষণে
কি তুমি অবিরাম ভাব
একা উদাসী মনে


নামটি তোমার হলোনা জানা
হবে হয়তো উপন্যাসের ভাষায়
নাম না জানা কোন 'রচনা'।