নিকষ কালো নিশির মাঝে একটি জোনাকি ।
একাকি পথভুলা অবুঝ একটি পাখি ।


মিটি মিটি জ্বলছে আবার নিভে নিভে যাচ্ছে ।
কিসের যেন শব্দ আসে কিছু কি বলছে ?


হয়তোবা।
হয়তোনা।
তবে লাগছে খুবি ভালো !
চারিদিক এতো কালোর মাঝে একটু খানি আলো ।


উড়ে বেড়ায় কেমন করে একটু বিন্দু আলো !
মানুষ না হয়ে হলে জোনাক, হত কতই ভালো ।


উড়ে-উড়ে বেড়াতাম, হতাম তার সঙ্গি ।
তার ডানা দুটো ছুয়ে দিতে করতাম কত ভঙ্গি ।


একই সাথে নিভে যেতাম চারিদিক করে কালো ।
আবার যখন জ্বলে উঠব লাগবে খুবি ভালো ।


হবেনা সে কল্প পূরণ, মানুষ আমি তাই ।
এখন এই কালো বনে একা সে আর নাই ।


পেয়েছে সে একটি সঙ্গি ঠিক তারি মত ।
জ্বলছে নিভছে একই সাথে কল্প তারার মত ।