মেঘলা আকাশে জড়িয়ে তোমার ঘন কালো চুল ওড়ে ওই  আকাশে।
চোখের কোনে কাজল কালো মেঘ, বৃষ্টি বুঝি নামবে এবার তারই প্রতীক্ষাতে ।
আসবে তুমি সেই আশাতে দরজাখানি খুলে,কাগজের নৌকো গড়ি বসে ।
দুয়ার ভেঙ্গে  আসতে হয় পাছে।


ওই যে শুনি শুকনো পাতার খসখসানি, তোমার নূপুর বাজে মনে হয়।
ঠোঁটের কোণে একটুকরো লালি,  সুর্য্যিমামা যাচ্ছে বুঝি পাটে।
কালো মেয়ের অরূপ রূপখানি , সাজে যেন ধীরে, ধীরে লাজে।
দেখবে আশায় প্রদীপ জ্বলে ওঠে ।


তোমার আমার হৃদয় তোলপাড়,  উঠলো বুঝি প্রচণ্ড সেই ঝড় !
ওই যে তার শব্দ শুনি আমি, দুরু,দুরু মেঘের গর্জনে ।
ঝরবে যখন তুমি অঝোরধারে, জানলা দিয়ে, দরজা দিয়ে,
আসবে যখন ধেয়ে !


করবো না বন্ধ কপাট আমি,  আসতে দেবো তোমায় আপন বেগে ।
গরাদ ধরে বসে আমি শুধু ,  ভাসিয়ে দেবো আমার নৌকোগুলো ,
ভাসবে ওরা  তোমার বুকে দুলে,  আমার যত স্বপ্ন আশা নিয়ে ,
তুমি আমি দেখবো শুধু আপনমনে চেয়ে ।