কে তুমি এসেছো আমার দ্বারে
সোনালী প্রভাতে ফুলের তোড়া হাতে
আমি চমকিত নয়নে তাকিয়ে আছি
কম্পিত হৃদয়ে ভাবছি কি দেখছি এ প্রভাতে?


তোমার আগমনে দক্ষিণা বাতাস
ফুলেল সুগন্ধে গিয়েছে ভরে
প্রজাতি সব উড়ছে এ ফুল থেকে ও ফুলে
তোমায় দেখার তরে।


কোকিল ডাকছে সুরে সুরে
রাখালিয়া বাঁশি বাজছে দূরে
সোনালী আলো পড়লো ঝরে
আমার হৃদয়ের উঠোন জুড়ে।


কতো দিন আমি দেখিনি কোনো প্রভাত
দেখিনি আকাশের নীল
দেখিনি কখনো রাতের আকাশে
হাজার তারার ঝিলমিল।


আমি যাইনি সমুদ্র স্নানে
হাঁটিনি সবুজ ঘাসে
শিশিরে ধুইনি পা
এত দিন মাতিনি কোনো উল্লাসে।


বহুদিন আমি পড়িনি কবিতা
সুর তুলিনি কোনো গানে
এত বছর পর সব ফিরে এলো বুঝি
তোমায় দেখে প্রাণে।