বাঁধ ভাঙ্গা জোয়ারের ঢেউ
মনে লাগিয়েছিল কেউ
এখন সেখানে শুকনো পুকুর
পুড়ায় অন্তর জ্বলন্ত দুপুর।


বিমুগ্ধ হৃদয়ের উষ্ণ সরোবরে
বিষন্নতারা চিৎকার করে
ফোটেনা ফুল সুগন্ধ ছড়িয়ে
সুগন্ধ হারা হয়ে রয়েছি জড়িয়ে।


অপমান যার মিশে যায় রন্দ্রে  রন্দ্রে
তাকে বিমুগ্ধ করে না কোনো ফুলের গন্ধে
হৃদয়ের ক্ষতের দাগ মুছা যায় কি
শান্তির সরোদ লগ্নহীন সুর দেয় কি?


মাধবীলতার ফুল খোঁপায় দিলে
যৌবনের ক্ষুধার তৃষ্ণা যায় কি মিলে?
মন ভেজানো কাব্য কোথায়
এখন আর কি বা আসে যায়?


অস্তিত্বের মনপুরে যদি ঘুণ ধরে
চৌপ্রকষ্ঠের খুব ধারে
কানে বাজে না সেই সুরের ধ্বনি
আমি জানি খুব ভালো করে জানি।


তোমায় চিনতে ভুল করেছিলাম বলে
জীবন ভাসাই নি স্রোতের জলে
কষ্ট কমে না যত দেই স্মৃতিগুলি অঞ্জলী
জীবনের সুর মিলাতে পড়ি গীতাঞ্জলি।


আমি জানি জীবনের বড় ভুল খানি
মানুষ চিনতে শিখিয়েছ তুমি
তোমার কাছে ঋণী
তবুও তোমার পদধ্বনি এখনো কান পেতে শুনি।