বীর বাঙ্গালী লড়েছিল একাত্তরে
একে বারে শূন্য হাতে
বীরের মতো লড়েছে তারা
পিছ পা হয়নি কোনো ঘাতে।


রক্ত গঙ্গা বয়ে গিয়েছে
রাজ পথ হয়েছে রক্তে লাল
ঐক্যবদ্ধ হয়েছে আরো
পেয়েছে দৃঢ় মনোবল।


লাখো শহীদের লাশের স্তূপ
এখানে ওখানে হয়েছে জমা
তাইতো বাঙালি পারেনি আজো
করতে ওদের ক্ষমা।


নয় মাসের মরন যুদ্ধে
পেয়েছি লাল সবুজ পতাকা
আমার দেশের জয়ের গৌরব
এই পতাকায় রয়েছে আঁকা।