আবার ঘুরে এলো নববর্ষ
বাঙালির ঘরে নব বৈশাখ
লাল পাড় সাদা শাড়ীতে সেজে
নব নব ফুলে মিটাচ্ছে মনের শখ।


পান্তা ইলিশ শখে খেয়ে কেউ
তোলে তৃপ্তির ঢেঁকুর
করো পেটে জোটে না পান্তা
উনু পেটে থাকে সারাটি বছর।


নতুন জামা, নতুন শাড়ী পরে
কেউ ছড়ায় খুশির মাধুরী
বস্ত্রহীন হয়ে বহু মানুষ
করে যায় শুধু আহাজারি।


অনেকের জীবন সাঁতার কাটে না
নববর্ষে সুখের পুকুরে
করো কাছে এটি অতি সাধারণ দিন
যাদের জীবন পুড়েছে জ্বলন্ত দুপুরে।


তবু বরণ করি নববর্ষ
প্রাণের ভিতর থেকে
পুরাতন যত কষ্ট ছিলো জীবনে
নতুন বছর যেনো দেয় সব ঢেকে।