জীবনের কতোটা পথ পার করেছি
পিছন ফিরে তাকালেই বুঝতে পারছি
সেই সোনালি অতীত
আমার শৈশব, কৈশোর, যৌবন হারিয়ে ফেলেছি।


প্রজাপতির ডানা মেলা যৌবন
ঝর্নার ধারার মতো অবিরত হাসি
উজান গঙ্গায় স্নান করি না আর
শ্রাবণ ধারায় ভাসি।


খোঁপায় ফুল গুজতে সংকোচ হয়
সৌরভ নিয়েই চুপ থাকি
মনের ভিতর জোয়ারের ঢেউ
গোপনে উকি দিয়ে যায় ডাকি।


সমুদ্রের ঢেউ সুর তোলে না আর
আগের মতো করে
মনের ভিতর জল তরঙ্গের ঢেউ চুপি সারে
বারো মাসেই খেলা করে।


তবু ফিরে পেতে স্বাদ হয়
যৌবনের উরন্ত দিন গুলি
রঙিন স্বপ্ন এঁকে যেতাম শুধু
চোখে মুখে ছিলো রং তুলি।


দেহের বয়স বেড়ে যায় দ্রুত
মনের বয়স হারায় না তার সুর
চলন্ত ট্রেনের মতো ছুটে চলে সে
বহু দূর বহু দূর।


জীবন সন্ধ্যা ঘনিয়ে আসে সঙ্গোপনে
সকাল হয়ে যায় রাত্রি
আমি বসে ভাবি জীবনের খেলায়
আমি কোন অজানা পথের যাত্রী।