তাকাতে পারতাম না কখনো
তোমার চোখের পানে
যতই চেয়েছি দূরে সরে যেতে
ততোই কাছে টানে।


হাত দুটি ধরতে গিয়ে
কেপেঁছে কত দিন
হৃদয়ের মাঝে বেজে গিয়েছে
নানা সুরের বীণ।


অবাক চোখে দেখলে তোমায়
মিষ্টি হেসে চমকে দিতে
ভালো কি করে বাসতে হয়
তুমি এসেই শিখিয়ে দিতে।


তুমি ছোবার আগেই আমি
বরফের মত গলে যেতাম
তুমি কতটা গলেছো তাও
অনুভবে বুঝতে পেতাম।


একটু কাছে পেলে আমায়
গরম নিশ্বাসে ভারী হতো চারিপাশ
আবেগী মন বুঝতে পারতো
তুমিই আমার প্রিয় সর্বনাশ।