এবার বৈশাখ তোমাকে পারিনি  স্বাগত জানাতে
নতুন রবির রাঙা প্রভাতে।


বসেনি বৈশাখী মেলা পসরা সাজিয়ে
আসেনি বৈশাখ বাজনা বাজিয়ে
পরেনি কেউ বৈশাখী শাড়ী
দেয়নি খোঁপায় সুগন্ধি ফুল বাহারি।


তাল পাতার বাঁশির সুরে নাচে নি ছোট্ট শিশু
কিনে নি বাতাসা, মুড়কি, হাওয়াই মিঠাই কিছু।


কৃষকের ফসল রোদে পুড়ে হয়েছে ছাই
কৃষক বসে কাঁদে ঘরের দাওয়ায়
নতুন ফসলের ঘ্রাণে ভরবে না উঠোন
জ্বলবে না কৃষকের ঘরে ভাতের উনুন।


করোনার ভয়াবহ ডরে
কোণঠাসা হয়ে আছি ঘরে।


তবু বৈশাখ তুমি এসো ফুলেল সুগন্ধে
ক্ষনিকের জন্য হলেও মেতে উঠি আনন্দে
ইলিশ যদি না জোটে কপালে কি আসে যায় তাতে
নুনের সাথে পোড়া মরিচ ডলে খাবো পান্তা ভাতে।


তবুও তুমি এসো বৈশাখ এই বাংলার ঘরে ঘরে
প্রতিবার যেমন করে আসতে আনন্দ বয়ে সবার তরে।