হবে না আমার জানি
কেনো দেও হাত ছানি।


চলে যাবে দূরে
ডাকো কেনো সুরে।


স্বপ্ন দেখাও চোখে
যেনো থাকি স্বপ্নলোকে।


জোছনা ভরা রাতে
ডেকো না যেতে সাথে।


তোমার গলার স্বর
আমার শুনলে লাগে ডর।


জানালা খুলে রেখে
কি লাভ আমায় দেখে।


চোখে ধরো জল
আমি বুঝি তোমার ছল।


করো অভিমান
আমি দেই না তাতে কান।


যতই বলো ভালোবাসি
আমার গলায় পরে ফাঁসি।


করেছো কতো অভিনয়
শুনো নি আমার অনুনয়।


আজ বিদায় লগ্নে এসে
চাই না স্রোতে যেতে ভেসে।


বলে যাই একটি কথা
মন নয় ছেড়া কাঁথা।


হবে না তা ঝালাই
সুই সুতো দিয়ে সেলাই।