তুমি চেয়েছিলে ছোট্ট দিঘী
আমি দিয়েছিলাম বিশাল সাগর
যার ঢেউয়ে ঢেউয়ে ভাসবো পরস্পর।


তুমি চেয়েছিলে ছোট্ট বাসা
আমি দিয়েছি হৃদয়ে আবাস
আর অফুরন্ত ভালোবাসা।


তুমি চেয়েছিলে জোনাকির আলো
আমি দিয়েছি জোছনা ভরা রাত্রি
আর হয়েছি তোমার সাথের যাত্রী।


তুমি চেয়েছিলে একটু সময়
আমি দিয়েছি অনন্ত কাল
আর ধরেছি তোমার হাল।


তুমি চেয়েছিলে বৃষ্টির ফোঁটা
আমি দিয়েছি শ্রাবণ ধারা
অঝোর ধারায় ভিজে দুজনে হয়েছি আত্নহারা।


তুমি  চেয়েছিলে ফুলের সুবাস
আমি ফুটেছি ফুল হয়ে
সুবাসে ছড়িয়েছি তোমাকে ছুয়ে ছুয়ে।


তুমি চেয়েছিলে একটি কথা
আমি দিয়েছি আমার সব কবিতা
বুকের মাঝে রেখেছি শুধু তোমার ছবিটা।