আমার কত কিযে এলোমেলো হলো-
কত ভাব্না, কত স্বপ্ন, কত আশা ...
আর কত ভালোবাসা;
বদল হলো, পরিবর্তন হলো,
প্রমাণিত হলো ভুলও।
কত পথ হাঁটা হলো,
কত পথ ছোটা হলো,
কিছুকিছু পথকে পথ ভেবে ভুল হলো,
পথে যেতে কানাগলি এল,
শুধু তুমি-
একমাত্র তুমি থেকে গেলে স্থির।


কোন এক পথেই হেঁটেছিলাম আমি
একটা ছোট্ট ঝুড়ি হাতে-
কিছু ভাব্না, কিছু স্বপ্ন, কিছু আশা ...
আর কিছু ভালবাসায় বোনা সেই ঝুড়ি,
বুনোফুল হয়ে তুমি ছিলে পথে,
সেই তোমাকেই কুড়িয়ে নিয়েছিলাম তাতে...
সেই ধ্রুব তুমি-
শুধু তুমিই থেকে গেলে স্থির।