তোমরা যারা প্রেম কর ভাই
তাদের বলি শোন,
প্রেমের প্রতিদান হতে পারে কি?
তোমরা কি তা জানো।
কারও জীবনে প্রেম শুরু হয় কালবৈশাখী ঝড়ে,
কার ও আবার প্রেম শুরু হয় লুকোচুরির ঘরে।
থাক এসব বাজে কথা
ফিরে আসি প্রসঙ্গ,
এই জীবনে প্রেমই মহান
জীবনের একটা অঙ্গ।
এটার উপর ভিত্তি করে কেউ বা সাজায় জীবন,
দু জন মানুষ থাকবে সেখানে
অসাধারন একটা ভুবন।
কেউ বা পাগল, কেউ বা কবি,কেউ বা গাইছে গান-
আমার কাছে সত্য এটাই
প্রেমের প্রতিদান।
প্রেম মানুষকে ধনী করে
কখনও আবার ধ্বংস,
পরোয়া করে না কোন কিছু
মানে না কোন বংশ।
প্রেমিক মানে না কোন কিছু
আজব একটা মানুষ,
ব্যর্থ হলেই নেশার শুরু
হারিয়ে ফেলে ঙ্গান-হুশ।
কেউ বা আবার মায়ার টানে
হাড়ার নিজের প্রাণ,
প্রেমের প্রতিদান,এটাই প্রেমের প্রতিদান।
ছাএ জীবনে প্রেম মানে ভাই
বাপের গোলায় আগুন,
লেখা পড়া যেমন তেমন
টাকার দকার দ্বি গুণ।
ফোনের কথা কি বলি আর
ধুম ধারাক্কা ধুম,
রাত ১২টায় বিশাল অফার
দু চোখে নেই ঘুম।
বাপ-মায়ের কাছে পরলে ধরা
বাড়ে যে সুনাম,
প্রেমের প্রতাদান
এটাই প্রেমের প্রতাদান।
সবশেষে ভাই মজার ব্যাপার
ভুলের ঝগড়া-ঝাঠি,
সারা দিন যায় অনাহারে
প্রেমটা বড়ই খাঁটি।
কেউ বা আবার ঝোপের আড়ালে
কি যেন দিচ্ছে টান,
এই দেশেতে এটাই হল প্রেমের প্রতিদান।