কবিতা লিখতে গিয়ে কত না রাত ঘুম হয় নি কবির,
সারারাত জাগিয়া কবিতা লিখেছে ব্যকুলতায় অধির।


ছিল যে কত ছন্দের পাহাড়-
কত রাতে যে করেনি আহাড়
কত না বেদনার ঘনঘটা, কত না মোহনায় আছন্ন।
তাই কবি আজ কবিতার মাঝে- বেঁচে আছে সকাল সাঁঝে,
তাই কবি আজ  ধন্য।
এত ছন্দ কবি পেয়েছিল কোথায়?
কার গোলা করেছে চুরি,
হাজার হাজার লেখনির মাঝে
হয়ে আছে সোনার তরি।
আমরা কবি চাই না থাকতে
একলা নদীর পাড়ে,
যেতে চাই আজ সেই ঠিকানায়
সোনার তরিতে চড়ে।
নিবে কি কবি আমারদের সাথে
আমরা 'কবিতার আসর'
তার মত পারব কি সাজাতে আমাদের জীবন বাসর?