ক্লান্ত দুপুর পরন্ত বেলা,
ক্লান্তি মনে অথৈই জালা।
কি আছে জীবনে
কি দেখি স্বপনে।
বহূ সাধে যেখানেই দিয়েছি হাত-
আশা ছিল অন্য
হয়ে গেল ভিন্ন
তাই আজ নিজেকে লাগে বরবাদ।
তুমুল ঝড়ে উড়তে উড়তে
নিজেকে করেছি দক্ষ,
আসুক নার্গিস, আসুক সাইক্লোন এটাই আমার লক্ষ্য।
ধ্বংসের লীলায় নেই কোন ভয়-
আছে শুধু সংঘাত,
সার্থক আমি পাষাণ আমি
আমি তোই বরবাদ।