"আলোর পথে"

আকাশ জুড়ে আলো ছড়ায়,
নিঃশব্দে বাজে সুর,
মনের গভীর কোণে জাগে
সৃষ্টির এক মহাসংগীতের নূর।

আঁধার যত ঘনিয়ে আসে,
আত্মা খোঁজে আশার দ্বার,
প্রভুর নামে ঝরে অশ্রু,
বুকের গহীনে জাগে উদার।

তাঁর ইচ্ছায় বয় বাতাস,
সূর্য ওঠে, নামে রাত,
প্রতি শ্বাসে ধ্বনিত হয়
পরম করুণাময়ের কথাবারত।

পাপ-পুণ্যের হিসাব যখন
মনের মাঝে তোলে ঢেউ,
তখনই হৃদয় খুঁজে ফেরে
সত্য-সুন্দর প্রেমের ঢেউ।

হে প্রভু, করো মঙ্গল
এই ক্লান্ত পথিকের,
তোমার আলোয় জেগে উঠুক
প্রাণের সব গভীর আবেগের।