(বিড়াল রাজার কাণ্ড)
আমাদের বাড়ি বিড়াল রাজা,
সারা দিন তার খেলোয়ার সাজা।
মিউ মিউ করে ডাক ছাড়ে,
লেজ নেড়ে সে ঘুরে বেড়াবে।
ইঁদুর দেখলেই চোখটা জ্বলে,
লুকিয়ে বসে কোণায় গিয়ে।
এক লাফে গিয়ে থাবা মারে,
ইঁদুর তখন দিশাহারা মরে মরে।
রোদে বসে গা চেটে নেয়,
মাঝে মাঝে চুপটি হয়ে রয়।
দুধের বাটি দেখলে দৌড়ে,
এক চুমুকে সাবাড় করে!
রাত হলে চুপিসারে হেঁটে,
ছাদে বসে চাঁদের সাথে।
আমাদের সবার নয়নের তাঁরা,
বিড়াল রাজা ভালোবাসা সবার।