আসছে রমজানের চাঁদ উঠেছে ঐ,
মুসলিম প্রানে খুশির বারতা আনে,
নূরের আলো ঝরছে ধরা,
পূণ্য ঢালছে প্রাণে।
রহমতের এ মাস যে পবিত্র,
জ্ঞানের আলো ছড়ায়,
সবার মাঝে শান্তির সুর,
হৃদয় ছুঁয়ে যায়।
দিনভর আমরা রোজা রাখি আমরা,
ত্যাগের শিক্ষা লই,
সংযম রাখি মন ও প্রাণে,
পাপ থেকে মুক্ত হই।
ইফতারের সুরভি মেশে,
তসবিহর ধ্বনি,
তারাবির নামাজে মিলে,
প্রশান্তি অফুরান্তি।
ক্ষমার দরজা খোলা আজ,
চলো ফিরি সুপথে,
রহমত, মাগফিরাত, নাজাতের আশায়,
থাকি সৃষ্টিকর্তার সাথে।
রমজানের এ বরকতে হোক,
হৃদয় পবিত্র,
প্রভুর প্রেমে ভরে উঠুক,
জীবন রঙিন অমিত্র।