তোমারে আলো ভেবে পাশে রাখি,
হাত ছুঁলেই;
দোজখের আগুনে পুড়ে ছারখার'
ছাই ভস্ম হয়ে উড়ে যাই_
অথচ সামান্য ভুলটুকুও করার সুযোগ দাওনি।


তোমারে দোজখের ওমে
শীতের বোতাম বুক পকেটে জমে রাখি;


বকেয়া বৃষ্টির টুপটাপ ঝরে পড়ো ঠোটে।
ভিজে যাই,
ভিতর থেকে ভিজে যাই,
ভিজে যাচ্ছি অবিরাম_
ভিজে যায় জন্মের ক্ষতস্থান।
বুকে চেপে বলে উঠি_ এই তো,
এই তো জীবন;
লাইফ নট অ্যা ফ্যাশন, দ্যা প্লেট অব বিউটিফুল রাইস।


তুমি নির্বিকার,
মনে হচ্ছে_ বয়ে যাচ্ছো পাহাড়ের সব একাকিত্ব,
সমুদ্র গর্জন তোমাকে পায়না শুনিতে।
সামার ভ্যাকেসন_  তোমার রৌদ্র করোটিতে
কাটাতে চেয়েও পারিনি,
'দ্যা গেম ইজ এনাফ' বলে;
মুখের উপর ঠাস করে
ভেঙে দিয়ে চলে যাও আসমান।
দাউ দাউ জ্বলে,
দোজখের ওম।
এখন বরফের দেশের মতো সুখ লাগে।
সুখের ভ্যালায়,
মুখের শীৎকারে ভেসে আসে;
লাইফ ইজ দ্যা লাভ অব হ্যাভেন, লাইক অ্যা ফ্রুটস অব অ্যাপেল।