রণহুংকারে গর্জে উঠেছো
যুদ্ধ দামামা বাজে,
প্রাচীর হয়ে দাঁড়িয়ে রয়েছো
দেশের সীমান্ত মাঝে।


প্রাণ দিয়েছো তবু ঝুঁকতে দাওনি
গর্বের পতাকা,
ভারতমাতার বীর সন্তান
হৃদয়ে তেরঙ্গা।


প্রতিনিয়ত লড়াই  করছো
বিদেশী শক্তির সাথে,
তোমরা আছো তাই নির্ভয়ে আছি
আমরা বিশ্ব মাঝে।


দেশকে তোমরা রক্ষা করছো
তোমরাই বিধাতা,
বিপদের মাঝে ভরসা তোমরাই,
তোমরাই পরিত্রাতা।


বিশ্বমাঝে প্রতিষ্ঠিত আজ
দেশের সম্মান,
রক্ত ঝরিয়ে জবাব দিয়েছো
ভারতমাতার বীর সন্তান।


********