শীতল হাওয়ায় দুই বন্ধুর প্রাতঃভ্রমণ
নিধু বাবু আর সঙ্গে আনন্দমোহন,
একজনের বয়স আশি ছুঁই ছুঁই
নিধু বাবু এখন চার কুড়ি দুই।


বয়স কোনো বাধাই নয়, থাকলে মনে জোর
বাড়ির কাজ সব নিজেরাই করেন ওঠেন ভোর ভোর।
ছেলেরা খোঁজ নেয়না, আলাদা থাকে সস্ত্রীক
বুড়ো-বুড়ি একে অপরের অবলম্বন, বন্ধুত্ব আন্তরিক।


এমনভাবেই দিন চলে যায়, কাটে বছর মাস
এমন গল্পই চোখে পড়বে, তাকালে আশপাশ,
অনাথ শিশু মা খুঁজে পাক, বন্ধ হোক বৃদ্ধাশ্রম
পরিবারগুলো এক থাকুক, বন্ধুত্ব থাকুক আজীবন।


******************************