আজকের পৃথিবীতে একা আমি
ধূসর স্বপ্ন আগলে বুকে, ছায়াপথে হাঁটি।
মরুভূমির বালুরাশি, তপ্ত দুপুর
আমার আমিকে চেনায় রোজ।
মরীচিকার পিছনে ছুটি অবিরত,
আজকের পৃথিবীতে একা আমি।


যে স্বপ্নের বীজ বুনেছিলাম কাল রাতে
ভোরের রবির ছটা দাঁড়ি টেনেছে তাতে,
চিঁড় ধরা স্বপ্নে প্রবল যন্ত্রণায়
রক্তক্ষরণ হয়েছে রোজ।
স্বপ্ন আর বাস্তবের প্রবল ফারাক
দুইয়ের মাঝে দাঁড়িয়ে একা আমি।
*****************