ইচ্ছে আমার অনেকদিনের,
পাখি হয়ে রব ছোট্ট নীড়ে।
উড়ে যাবো দূর বহুদূর,
নীল আকােশের বুকটি চিরে।
মুক্ত আমি কোন বাধা নেই,
খেলবো সেথায় আকাশজুড়ে।
বৃক্ষশাখায় গাইবো গান,
বসন্তের মিষ্টি সুরে।
বন্ধু হবে আকাশ-বাতাস,
নদী-নালা,খাল-বিল।
শান্ত-শীতল মুক্ত হাওয়ায়,
হবো আমি মিষ্টি কোকিল।
***************