মাটির বুকে যে পদচিহ্ন আঁকা রয়েছে,
তার ইতিহাসে চোখ রেখে দেখো।
হাজার হাজার বছরের যে ঐতিহ্য,
মাটির বুকে ঘুমিয়ে পড়েছে
তাকে আবার জাগাও।
একবার ইতিহাসের দিকে মুখ ফেরাও,
যে ইতিহাস বহু ভাঙ্গা গড়ার
সাক্ষী তার দিকে তাকাও।
মাটির বুকে বারবার আঘাত নামে,
সেই আঘাত ইতিহাস মুছতে পারেনা।
ইতিহাস সাক্ষী থাকে সবকিছুর,
কখনো কখনো ইতিহাসও কথা বলে।
**********************