চল আবার গাই আমরা
জীবনের জয়গান,
চলো আবার ফেরাই মোরা
মৃতের দেহে প্রাণ।


মরছে মানুষ চারিদিকে আজ
বাড়ছে শুধুই লাশ,
পরিজনরা ডুকরে কাঁদে
পণ্য হয়েছে লাশ।


টাকার খেলা চলছে শুধুই
মরছে যে মানুষ,
জীবন আজ জীবিকা হয়েছে
প্রাণ হয়েছে ফানুস।


সমাজ আজ চলছে কেমন
দিশাহীন গতিতে,
সমাজ ভাসুক আপন ছন্দে
বিবেকের স্রোতেতে।


চলো আবার গাই আমরা
জীবনের জয়গান,
চল আবার ফেরাই মোরা
মৃতের দেহে প্রাণ।


************