যখন দ্বন্ধ চলে মনের সাথে
মনের কথাই চলতে থাকুক,
মনের দ্বিধা দূর করে নাহয়
কলমই কথা বলুক।


হিংসা যখন চরম সীমায়
ধ্বংস করে মনের সুখ,
মনকে  তুমি শান্তই রাখো
কলম তোমার গর্জে উঠুক।


অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলুক
সদাই সত্যের প্রতিষ্ঠা হোক,
অস্ত্রে যখন ধার কমে যায়
কলম তখন অস্ত্র হোক।


****