খড়, কাঠ, মাটিতে দিয়েছো
মাটির মায়ের রূপ,
হাতের যাদুতে প্রাণ ফিরেছে
উন্মোচিত স্বরূপ।
বহু পরিশ্রমে দিয়েছো প্রাণ
উন্মুক্ত মায়ের দ্বার,
করজোড়ে নমিঃ সেই মাকে
ভক্তি করে উজাড়।
তুমি শিল্পী মাটির মানুষ
শোনাও আগমনী বার্তা,
ধরণী মাঝে উন্নত শির
মাটির সৃষ্টিকর্তা।
ঠিক কটাদিন পুজোর পরে
তোমার সৃষ্টির বিসর্জন,
ব্যথিত হৃদয়ে বিদায় দেবে
করে স্রষ্টার সম্মান অর্জন।
এভাবেই চলুক তোমার সৃষ্টি
চলুক আবিষ্কার,
মায়ের সামনে মাথা নত করি
এটাই তোমার পুরস্কার।
মন্ডপ আজ আলোকিত
মায়ের আগমনে,
মাটির মানুষ সৃষ্টি করেছে
আপন জাগরণে।
************