নাম না জানা মিথ্যা কথার শহরে,
আজও বেঁচে আছি।
মিথ্যার উপর চাপছে মিথ্যা,
হচ্ছে স্তূপাকার,
আগুন ঢাকার চলছে চেষ্টা,
বাড়ছে ছাইয়ের আকার।
একটি মিথ্যা চাপা দিতে
হাজার মিথ্যা বলা,
মিথ্যা দিয়ে গড়া জীবন
বৃথাই সত্য বলা।
মানুষ এখন অচেনা বড়োই
নেয় মিথ্যার আশ্রয়,
চারিদিকে মুখোশের ভীড়ে
সততার অভিনয়।
*****************