বাউল তুমি কোথায় গেলে ?
ফিরবে কবে সবার মাঝে ?
গাইবে আবার মাটির গান,
মানুষের ওই হৃদয় মাঝে ।
মাটির গান ফিরে পেল প্রাণ
তোমার ওই দোতারার সুরে,
অজানা শিল্পীদের চিনল সবাই
তোমার সোনার হাত ধরে ।
কোথায় গেলে “মনের মানুষ”
ফিরবে কবে সবার মাঝে ?
গাইবে আবার মাটির গান
মাটির মানুষ তোমায় খোঁজে ।
লোকগীতিকে বাঁচিয়েছ তুমি
সামনে থেকে মশাল ধরে ,
এগিয়ে গেছ বাউল ফকির
দোতারাকে সঙ্গী করে ।
কাঁদছে “দোহার”,কাঁদছে মানুষ
ফিরবে কবে শুধু বলে দাও,
বাইবে কবে নদীর মাঝে
মাটির সুর আর গানের নাও ।
ভাল থেকো “মনের মানুষ”
রেখো বেঁধে সপ্তসুর,
মানুষ তোমায় রাখবে মনে
সুর পৌঁছবে যতদূর ।
**************


** সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম কালিকাপ্রসাদ ভট্টাচার্য। লোকগীতি ঘরানায় তার গবেষণা বাংলা সংগীত জগত কে সমৃদ্ধ করেছে। বহু গুণী শিল্পী তার হাত ধরে জীবনে পরিচিত ও প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিনিয়ত আবিষ্কারের নেশায় মত্ত থাকা এই মানুষটি অকালেই চলে গেছেন। আজ তাঁর ৫০ তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন "মনের মানুষ"। কবিতাটি আজ থেকে তিন বছর আগে তাঁর মৃত্যুর পরদিন ৮ই মার্চ সকালে রচনা করেছিলাম। বাংলা সংগীত জগতে ও সংগীত প্রেমী মানুষের হৃদয়ে কালিকাপ্রসাদ চিরস্মরণীয় হয়ে থাকবেন। শুভ জন্মদিন 'কালিকাপ্রসাদ'। ভালো থেকো গানের ওপারে।