মানুষরূপী পাথর আজ
প্রকৃতির আঙিনায়,
আপন স্বার্থ চরিতার্থে
প্রত্যহ দিন কাটায়।


পথের ধারে রক্তাক্ত পথিক
যন্ত্রণায় কাতরায়,
মানুষরূপী পাথর তায়
ফিরেও নাহি চায়।


বিপদের ভয় আছে
অন্তরের মাঝে,
মনুষ্যত্ব বোঝা যায়
মানুষের কাজে।


আপন অন্তর নিক
মনুষ্য আকার,
প্রেমের রঙে সাজুক
মনুষ্যত্বের অঙ্গীকার।
************