ক্লান্ত অবসন্ন ঘুমের ঘোর অন্ধকারের মাঝখান থেকে
বেরিয়ে আসে বিশালবপু  ছায়ামূর্তি,
অবাক সন্ত্রস্ত চোখে, দুরুদুরু বুকে জিজ্ঞাসা করলাম
কে, কে তুমি ?
সদর্প-হুংকারে বলে ওঠে "আমি মৃত্যুর দূত"!
যে মৃত্যুকে তোমরা বারবার আহ্বান করো,
কথায় কথায় মৃত্যুর কথা বলো,
আমিই সেই মৃত্যুর দূত!
যে মৃত্যুকে শিখণ্ডী করে বারবার তোমরা
অন্যের করুণা পাওয়ার চেষ্টা করো,
আমিই সেই মৃত্যুর দূত!
নিজেদের স্বার্থ চরিতার্থ করতে অন্যকে
প্রতিনিয়ত ঠেলে দাও মৃত্যুর দিকে,
আমিই সেই মৃত্যুর দূত!
দিনের পর দিন, বছরের পর বছর
তোমরা যে ধ্বংসলীলায় মেতে
ছিনিয়ে নাও হাজার হাজার প্রাণ,
আমিই সেই মৃত্যুর দূত!
আমিই সমাজের ত্রাস, আমিই হলাম
সব জীবনের অন্তিম পরিণতি,
আমিই সেই মৃত্যুর দূত!
এরপর বিশাল ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল
হুংকারে কাঁপতে লাগলো ধরণীর বুক,
সতর্কতার সংকেত দিয়ে চলে যায় সেই মৃত্যুর দূত।
________________