নিরাশ্রয়ের আশ্রয় নেই শুধুই প্রতিশ্রুতি,
অন্নহীনের অন্ন নেই মিথ্যা সংস্কৃতি।
শোষিত হচ্ছে শ্রমিক আজও, রক্ত ঝরে রোজ,
দিনে দিনে বাড়ছে লাশ, কেউ হচ্ছে নিখোঁজ।
আলোর থেকে আঁধার পথে হারায় কত সন্তান,
আঁখি ভরা অশ্রু মায়ের, হৃদয়জুড়ে বান।
কোথায় শেষ এ আঁধারের, কোথায় আলোর দিশা,
জীবন মানে বঞ্চিত মানুষের ঘোর অমানিশা।


***************************