দগ্ধ সমাজের বুকে গভীর যন্ত্রণা,
ক্ষত বিক্ষত সমাজ আজ জ্বলন্ত ফসফরাস,
বাতাসে ভাসছে বারুদের গন্ধ,
দুর্নীতির কালো চাদরে ঢাকা আকাশ,
প্রতিনিয়ত গুমরে কাঁদে সমাজ।
প্রতিনিয়ত যাচ্ছে চলে গভীর কোমায়,
ভেন্টিলেশনের ঠান্ডা হাওয়ায় খাবি খাচ্ছে রোজ।
হয়তো আবার সমহিমায় ফিরবে সে,
কেটে যাবে অমানিশার অন্ধকার,
লাঞ্ছিত, বঞ্চিত মানুষের কান্না থেমে হয়তো,
আলোর পথে এগিয়ে যাবে আপন ছন্দে।
*****************************